যমজ শিশুর দুজন বাবা!
ঘটনাটি ১৫ মাস আগের। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক স্যারোগেট মায়ের (যাঁরা অন্যের হয়ে সন্তান গর্ভধারণ করেন) গর্ভে জন্ম নেয় যমজ শিশু। দুটিই ছেলে।
শিশু দুটি ইতালির এক সমকামী দম্পতির। ওই দম্পতির দুজনেই আবার পুরুষ।
ইতালির আইনে স্যারোগেট পদ্ধতিতে সন্তান জন্মদান নিষিদ্ধ হওয়ায় সন্তানের প্রত্যাশায় যুক্তরাষ্ট্রে এসে স্যারোগেট মায়ের শরণাপন্ন হয়েছিলেন ইতালির ওই সমকামী যুগল।
সন্তানের জন্মের পর নবজাতকদের নিয়ে সম্প্রতি ইতালির মিলান শহরে ফেরেন ওই সমকামী দম্পতি। তবে বিপত্তি বাধে যমজ শিশু দুটির জন্মনিবন্ধনের সময়।
মিলানের জন্মনিবন্ধন কর্মকর্তার আপত্তি, সমকামী দম্পতির ওই যমজ শিশু দুটিকে কোনোভাবেই বৈধ সন্তানের স্বীকৃতি দেওয়া যাবে না।
জন্মনিবন্ধন অফিস থেকে ফিরিয়ে দেওয়া হলে ওই দম্পতি আশ্রয় নেন আদালতের। আদালতেও একজন বিচারপতি ওই দম্পতির বিরুদ্ধে রায় দেন।
তবে সন্তানের দাবি ছেড়ে একচুলও নড়েননি ওই দম্পতি। দেশটির উচ্চ আদালতে আবার আপিল করেন তাঁরা। আর সম্প্রতি সেখানেই এক রায়ে যমজ ছেলে দুটিকে বৈধতা দেওয়া হয়।
উচ্চ আদালতের রায়ে জানানো হয়, সমকামী দম্পতি এখন ওই দুই সন্তানকে নিজেদের বলে দাবি করতে পারবেন। কিন্তু যৌথভাবে তাঁরা যমজ শিশু দুটির পিতৃত্ব দাবি করতে পারবেন না। শিশু দুটিকে তাঁরা আলাদাভাবে পিতৃত্ব দিতে পারবেন। এতে একজন শুধু একটি শিশুর বাবার পরিচয়ই পাবেন। বাবা আলাদা বলে ওই দুই শিশু ভাই হিসেবেও পরিচিত হতে পারবে না।
উল্লেখ্য, ইতালির আইনে স্যারোগেসি অবৈধ হওয়ায় দেশটির বাইরে এ পদ্ধতিতে জন্ম নেওয়া শিশুদের বৈধতা দিতে আইনি জটিলতা সৃষ্টি হয়।