সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, একজন গ্রেপ্তার

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠানোর ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার সকালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার অরবিন্দনগর এলাকা থেকে নির্মাল্য সামন্ত নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গত ৫ জানুয়ারি সৌরভকে বেহালার বাড়িতে কুরিয়ারের মাধ্যমে একটি চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, পশ্চিম মেদিনীপুর গেলে বড় ক্ষতি হয়ে যাবে সৌরভ গাঙ্গুলীর। মেদিনীপুর গেলে আর কলকাতায় ফিরে আসতে হবে না বলেও চিঠিতে হুমকি দেওয়া হয় সৌরভকে। এ ব্যাপারে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। এর পর থেকেই তদন্তে নামে কলকাতা পুলিশ।
আগামী ১৯ জানুয়ারি পশ্চিম মেদিনীপুর জেলায় এক ক্রীড়া অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল সৌরভের। ওই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন স্থানীয় বিধায়ক এবং সিএবি সদস্য আশিষ চক্রবর্তী।
পুলিশ জানায়, আশিষ চক্রবর্তীর ওপর ব্যক্তিগত ক্ষোভ ছিল গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির। অনুষ্ঠানে সৌরভ এলে আশিষ চক্রবর্তীর প্রতিপত্তি আরো বেড়ে যাবে, সেটা ভেবেই সৌরভকে সম্ভবত ওই হুমকি চিঠি পাঠান নির্মাল্য সামন্ত। আজ নির্মাল্য সামন্তকে ঠাকুরপুকুর থানায় নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।