যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/14/photo-1484349343.jpg)
ছবি: দি ইনডিপেনডেন্ট
চীনা সাগরের বিরোধপূর্ণ জলসীমার দ্বীপগুলোতে মার্কিন হস্তক্ষেপের ফল ভালো কিছু বয়ে আনবে না বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় এক বার্তায় জানায়,আন্তর্জাতিক প্রভাব খাটিয়ে ওই এলাকায় চীনের ঢোকার পথ বন্ধ করা হলে তা ‘বিধ্বংসী সংঘাত’ তৈরি করবে।
এর আগে শুক্রবার মার্কিন হবু পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, দক্ষিণ চীন সাগরের সংঘাতময় দ্বীপমালায় বেইজিংকে ঢুকতে দেওয়া হবে না। ওই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়।
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, যুক্তরাষ্ট্রের এ ধরনের হঠকারী সিদ্ধান্ত আঞ্চলিক রাজনীতিতে ‘বড় ধরনের বিধ্বংসী সংঘাত’ ডেকে আনতে পারে।
উল্লেখ্য, কয়েক বছর ধরে বিরোধপূর্ণ ওই জলসীমায় চীন কৃত্রিম দ্বীপমালা তৈরি করছে। আরো কয়েকটি দেশও ওই জলসীমার দাবি করে আসছে।