ইসরায়েলে হামলা চালানোর দাবি আইএসের
ইসরায়েলের বন্দরনগরী এলিটায় রকেট হামলার দাবি করেছে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। আজ বৃহস্পতিবার আইএস তাদের অফিশিয়াল মিডিয়া চ্যানেলের মাধ্যমে জানিয়েছে, এ হামলার পেছনে তারাই ছিল।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট এ খবর জানিয়েছে। আর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, দেশটির আয়রন ডোম মিসাইস প্রতিরোধ সিস্টেম গতকাল বুধবার গভীর রাতে পার্শ্ববর্তী মিসরের সিনাই প্রদেশ থেকে আসা তিনটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ এলিটা নগরীর অবস্থা অনেকটাই স্বাভাবিকে ফিরিয়ে এনেছে। তবে গাজার সংবাদমাধ্যমের খবরে এ হামলার জন্য আইএসকেই দায়ী করা হয়েছিল। অস্থিরতা বিরাজমান মিসরের সিনাই প্রদেশে জিহাদি গ্রুপের একটি শাখা রয়েছে। মনে করা হয়, এ কারণে প্রদেশটি অতীতে একাধিকবার ইসরায়েলের টার্গেটের শিকার হয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, গাজা ও মিসরের সিনাই প্রদেশের মধ্যে সংযোগস্থল দিয়ে দিয়ে পণ্য চোরাচালানের সময় ভোরে বিমান হামলায় দুজন নিহত হয়েছেন। তবে ইসরায়েলের সেনাবাহিনী এই অভিযোগের বিপরীতে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।