আইএসের ‘শেষ ঘাঁটিতে’ লড়াই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/02/19/photo-1487526272.jpg)
ইরাকের মসুলের পশ্চিমাঞ্চল নিজেদের দখলে নিতে বেশ বড় ধরনের অভিযান শুরু করেছে দেশটির সরকারি বাহিনী। জঙ্গিগোষ্ঠী তথাকথিত ইসলামিক স্টেটের (আইএসের) ইরাকে বেশ শক্ত ও ‘সর্বশেষ’ ঘাঁটি হচ্ছে এই মসুল। আজ রোববার দিনভর এলাকাটি ঘিরে ফেলার অভিযান চালায় সরকারি বাহিনী।
বিবিসি জানিয়েছে, ইরাকি সেনা, পুলিশ, স্বেচ্ছাসেবী, শিয়া ও কুর্দি সশস্ত্র যোদ্ধারা ওই অভিযানে অংশ নিয়েছে। গত মাসেই আইএসের কাছ থেকে মসুলের পূর্বাঞ্চল কেড়ে নেয় ওই বাহিনী।
সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল আবদুলামির ইয়ারাল্লাহ জানিয়েছেন, মসুল বিমানবন্দরের কাছে ‘আতবাহ’ ও ‘আল –লাজ্জাগাহ’সহ কয়েকটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে সেনা সদস্যরা।
স্থল অভিযানের পাশাপাশি আইএসকে লক্ষ্য করে বিমান হামলা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টেলিভিশন বার্তায় ওই অভিযানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তিনি বলেছেন, ‘আমরা অভিযানের নতুন ধাপ শুরু করতে যাচ্ছি। আমরা মসুল স্বাধীন করতে আসছি। আপনারা আতঙ্কিত হবেন না। আইএসের সন্ত্রাসের হাত থেকে আমাদের নাগরিকদের মুক্ত করতে আমাদের বাহিনী অভিযান চালাচ্ছে।’
এদিকে জাতিসংঘ জানিয়েছে, মসুলের পশ্চিমাঞ্চলে প্রায় সাড়ে ছয় লাখ মানুষ আটকা আছে। এসব মানুষের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছে জাতিসংঘ।