লন্ডন হামলার দায় স্বীকার আইএসের
ব্রিটেনের পার্লামেন্টে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ওই সংগঠনের মুখপত্র আমাক-এ দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইএস।
গতকাল বুধবার লন্ডনে ওয়েস্টমিনস্টার এলাকায় পার্লামেন্ট ভবনের কাছে এক হামলায় তিনজন নিহত হন। এরই মধ্যে একজন ব্রিটিশ পুলিশ কর্মকর্তাও আছেন। হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হন। কিন্তু এর আগে ওই হামলাকারী গাড়ি দিয়ে চাপা দেন পথচারীদের। ওই ঘটনায় আহত হন প্রায় ৪০ জন।
ব্রিটিশ গণমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, আমাকের মাধ্যমে জানানো হয়, ‘ইসলামিক স্টেটের এক সৈনিক’ ওই হামলা করেছে। ওই বিবৃতিতে বলা হয়, সিরিয়া ও ইরাকে হামলাকারী যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের দেশগুলোর সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে পার্লামেন্টে জানান, হামলাকারী ইসলামী ভাবাদর্শে উদ্বুদ্ধ হতে পারেন। কিন্তু তিনি কোনো সংগঠনের নাম বলেননি।
হামলাকারীর ব্যাপারে প্রধানমন্ত্রী তেরেসা মে জানান, হামলাকারীর জন্ম ব্রিটেনে। ওই হামলাকারীর ওপর আগেও সন্দেহ ছিল। আর এ ব্যাপারে অনুসন্ধান করে খোদ ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা এমআই৫।
এখন পর্যন্ত পুলিশ ওই ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে। লন্ডন ও বার্মিংহাম থেকে ওই ব্যক্তিদের আটক করা হয়। বার্মিংহাম থেকেই হামলাকারী হামলায় ব্যবহৃত গাড়িটি ভাড়া করে বলে জানিয়েছে পুলিশ।
হামলায় নিহত পুলিশের নাম কিথ পামার। নিহত নারীর নাম আয়েশা ফ্রেড। তবে নিহত পঞ্চাশোর্ধ্ব পুরুষ হামলাকারীর নাম এখনো প্রকাশ করেনি পুলিশ।