ইরাকে মার্কিন নেতৃত্বাধীন হামলায় ২০০ জন নিহত হওয়ার শঙ্কা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/25/photo-1490422003.jpg)
ইরাকের মসুলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ২০০ জন নিহত হওয়ার শঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।
আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরাকে জাতিসংঘের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বলেন, ভয়ানক এ প্রাণনাশের ঘটনায় তিনি স্তব্ধ হয়ে গেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোট বিমান হামলায় অন্তত ২০০ জন মানুষ নিহত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম বলছে, এ বিষয়ে তদন্ত চলছে।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হাত থেকে মসুল শহরকে আবার নিজেদের দখলে নিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ইরাকি সেনাবাহিনীকে সহায়তা করেছে।
পশ্চিম মসুলের সাংবাদিকরা বলেন, গত শুক্রবার তাঁরা একটি ভবন থেকে ৫০টি লাশ সরাতে দেখেছেন।
মার্কিন সামরিক বাহিনীর কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গত ১৭-২৩ মার্চ জোটের বিমান হামলায় বেসামরিক লোক নিহতের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
জাতিসংঘের তথ্যমতে, মসুল শহরে প্রায় চার লাখ সাধারণ মানুষ আটকা পড়েছে। এ ছাড়া গত মাসে এক লাখ ৮০ হাজারেরও বেশি মানুষ শহরের পূর্বাঞ্চলে চলে গেছে।
ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যে এর সংখ্যা দাঁড়াবে তিন লাখ ২০ হাজারে। জাতিসংঘের কর্মকর্তাদের ধারণা, প্রায় দুই হাজার আইএস জঙ্গি মসুল ছেড়েছে।
তবে দেশটির সেনাবাহিনী শহরটি আবার নিজেদের দখলে নিতে জঙ্গিগোষ্ঠী আইএসের সঙ্গে যুদ্ধ করছে।
পালিয়ে যাওয়া লোকজন বলছে, আইএস জঙ্গিরা সাধারণ নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। জঙ্গিরা বাড়িতে লুকিয়ে থেকে তরুণদের যুদ্ধ করতে চাপ দিচ্ছে।