তিস্তার সমাধান শিগগিরই : মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যত দ্রুত সম্ভব তিস্তা নদীর পানিবণ্টন সমস্যার সমাধান করা হবে।
আজ শনিবার ভারতের দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এমনটা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।
দিল্লিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিস্তা চুক্তি সমাধানের ইঙ্গিত দিলেন মোদি। তিনি বলেন, তিস্তার গুরুত্ব দুই দেশের কাছেই সমান। সে জন্যই যত দ্রুত সম্ভব তিস্তা পানিবণ্টন সমস্যার সমাধান করা হবে।
বিভিন্ন কূটনৈতিক সূত্র থেকে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তা চুক্তি সই হওয়ার সম্ভাবনা ক্ষীণ। তবে ভারত কবে নাগাদ তিস্তা চুক্তিতে সই করবে, সে বিষয়ে সুনির্দিষ্ট সময়সীমা জানতে চাইবে বাংলাদেশ।
কূটনৈতিক সূত্রে জানা যায়, দিল্লিতে মোদি-হাসিনা বৈঠকে সন্ত্রাস মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেওয়া হয়েছে।
বৈঠক শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশই সন্ত্রাসবাদের প্রশ্নে আপসহীন। সীমান্তে শান্তি বজায় রাখতে দুই দেশই উদ্যোগী।