ট্রাম্পের আয়কর তথ্য প্রকাশের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়কর হিসাব জনগণের সামনে প্রকাশ করার দাবিতে দেড় শতাধিক স্থানে বিক্ষোভ করেছেন দেশটির নাগরিকরা।
নির্বাচনী প্রচারের পর থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প তাঁর আয়কর হিসাব প্রকাশ করেননি।
যদিও প্রেসিডেন্টদের আয়কর বিররণী প্রকাশের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। কিন্তু ট্রাম্প বিষয়টি নিয়ে জনগণের তোপের মুখে পড়েছেন।
এর আগে গত মাসে ট্রাম্পের ২০০৫ সালের আয়কর বিবরণীর কিছু তথ্য গণমাধ্যমে ফাঁস হয়েছে।
ট্রাম্পের সমালোচকরা জানতে চান, তিনি (ট্রাম্প) কার সঙ্গে কোন চুক্তি করছেন এবং সেখানে কোনো দ্বন্দ্ব-সংঘাত আছে কি না।
বিবিসি জানিয়েছে, বিক্ষোভ চলাকালে ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরে ২১ ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছেন।
পৃথকভাবে বার্কলে শহরে এক ডজনের বেশি মানুষ আটক হয়েছেন।
সিএনএন জানিয়েছে, শনিবার বিক্ষোভ চলাকালে ট্রাম্পের সমর্থকদের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের ঘটনায় বেশ কিছু মানুষ আহত হয়েছেন।
এর আগে ট্রাম্পের উপদেষ্টা ক্যালিয়ানি কনওয়ে যখন বলেছিলেন, ট্রাম্পের আয়কর হিসাব নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই, তখন আইনের অধ্যাপক জেনিফার তাউব ক্ষুব্ধ হয়েছিলেন।
জানুয়ারিতে তাউব এক টুইট বার্তায় লিখেছিলেন, রাস্তায় নেমে ট্রাম্পকে বুঝিয়ে দিতে হবে যে তাঁর আয়কর হিসাব নিয়ে জনগণের মাথাব্যথা আছে।
কংগ্রেসের নারী সদস্য ম্যাক্সিন ওয়াটারস গত মার্চে ওয়াশিংটন ডিসিতে বলেছিলেন, ট্রাম্প প্রশাসনে স্বচ্ছতার বিশাল সমস্যা আছে।

অনলাইন ডেস্ক