‘স্কুলে এত মুসলিম কেন’ বলায় ফ্রান্সের মেয়রকে অর্থদণ্ড
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/04/26/photo-1493180256.jpg)
ফ্রান্সের একটি শহরের স্কুলে মুসলিম শিশুদের সংখ্যা বেশি থাকা নিয়ে বিরূপ মন্তব্য করার দায়ে উগ্র ডানপন্থী দলের এক মেয়রকে দুই হাজার ইউরো জরিমানা করেছেন আদালত।
রবার্ট মেঁনা দক্ষিণাঞ্চলের বিজার্স শহরের মেয়র এবং অভিবাসনবিরোধী উগ্র ডানপন্থী ন্যাশনাল ফ্রন্টের (এফএন) নেতা।
গত বছরের ১ সেপ্টেম্বর মেঁনা এক টুইটে নিজের শহরের একটি স্কুলের অভিজ্ঞতা বর্ণনা করে সেখানে ‘গুরুত্বপূর্ণ পরিবর্তনের’ কথা উল্লেখ করেন।
পরে ৫ সেপ্টেম্বর এলসিআই টেলিভিশনে এক সাক্ষাৎকারে বলেন, ‘শহরের কেন্দ্রস্থলের একটি স্কুলের শ্রেণিকক্ষে ৯১ ভাগ শিক্ষার্থী মুসলিম। অবশ্যই এটি একটি সমস্যা। সহ্যের একটি সীমা আছে।’
এ ধরনের মন্তব্য ফ্রান্সের প্রচলিত আইনবিরুদ্ধ।
নিজের মন্তব্যের পক্ষে মেয়র মেঁনা বলেন, ‘আমি শুধু আমার শহরের পরিস্থিতি বর্ণনা করেছি। এটাই বাস্তবতা। যা আমি দেখেছি, তাই বলেছি।’
জরিমানার বিরুদ্ধে আপিল করার কথাও জানান মেয়র।
ন্যাশনাল ফ্রন্টের লে পেন এবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে লড়ছেন। প্রথম দফায় তিনি উতরে গেছেন। এবার দ্বিতীয় পর্বের ভোটের জন্য তিনি লড়বেন।