বর নেই, তবু বিয়ের ছবির স্বপ্নপূরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/11/photo-1494495538.jpg)
কিউ মে চেন। বয়স ২৮ বছর। স্তন ক্যানসারে আক্রান্ত। একাকিত্বেই তাঁর বাস। কিন্তু এ কারণে তিনি নিজেকে আদর্শ বিয়ের ফটোশুট বঞ্চিত করতে চাননি। তাই তিনি নিজেই আয়োজন করলেন এক বরবিহীন বিয়ের ফটোশুটের!
চেন তাঁর তাইওয়ানের বাসা থেকে সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘আমি এমন একজনের জন্য অপেক্ষা করতাম, যে বিয়ের ছবি ধারণের স্বপ্নপূরণে সহায়তা করবে। এখন আমি নিজেকেই বেছে নিয়েছি নিজের স্বপ্নপূরণের জন্য।’
‘আমি যখন বিয়ের পোশাক পরি। ভীষণ অস্থির অস্থির লাগছিল, খুব কান্না পাচ্ছিল। এখন আমি আমার দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরণে সামর্থ্য হয়েছি।’
চিকিৎসার জন্য তাঁকে তিন সপ্তাহ হাসপাতালে থাকতে হবে। তাঁর কেমোথেরাপিও চলছে। তিনি ক্যানসার আক্রান্তদের নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘আমি চাই, আমার এই স্বপ্নপূরণের কাহিনী আমার মতো অসুস্থ আরো অনেকের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। এ জীবনটা খুব বেশি মন্দ নয়। তা ছাড়া জীবন-মৃত্যু সবই তো নগণ্য। ক্যানসার আক্রান্ত মানুষ সব সময় তাঁদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকেন। তাঁরা সব সময় ভাবতে থাকেন, আর কদিনই বা বাঁচবেন, মৃত্যু যে কখন দুয়ারে হানা দেয়!’