উল্কির ভেল্কি, বলবে কথা!
অনেকেই শখ করে শরীরে উল্কি আঁকেন। অনেকে ধর্মীয় রেওয়াজ বা কোনো কিছুকে স্মরণীয় করে রাখার জন্যও এঁকে থাকেন উল্কি। কিন্তু চামড়ার ওপর রং-বেরঙের উল্কিটি কথা বলবে, গাইবে প্রিয় কোনো গান কিংবা শোনাবে প্রিয় মানুষটির কোনো উক্তি, এমনটা কি কেউ ভেবেছিল?
ভাবুক আর না ভাবুক, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের উল্কিশিল্পী নেট সিগার্ড তাঁর প্রেমিকা জুলিয়ানার ইচ্ছে পূরণে তৈরি করেছেন এমনই এক ‘কথাবলা উল্কি’।
সিগার্ডের প্রতিষ্ঠান ‘স্কিন মোশন’ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, মূলত স্কিন মোশন অ্যাপ ব্যবহার করে উল্কিতে লুকানো গান, কথা বা উক্তি শোনা যাবে। শরীরে উল্কিতে আঁকা থাকবে বিভিন্ন সংকেত। ওই উল্কির ওপর স্মার্টফোন ধরলেই সংকেতগুলো শব্দ-তরঙ্গে পরিণত হবে।
‘কথাবলা উল্কি’র একটি ভিডিও ফেসবুকে পোস্ট প্রকাশ করেন সিগার্ড। সেখানে দেখা যায়, হাতে আঁকা ওই উল্কির ওপর স্মার্টফোনের ক্যামেরা ধরলে ‘স্কিন মোশন’ অ্যাপ পড়ে শোনাচ্ছে তার চার মাস বয়সী শিশুর কান্নার শব্দ আর তাঁর প্রেমিকাকে বলা ‘আমি তোমাকে ভালোবাসি’ কথাটি। ইন্টারনেটজুড়ে বেশ জনপ্রিয়তা পায় ভিডিওটি। সেটি এ পর্যন্ত এক কোটি চার লাখবার শেয়ার করা হয়েছে।

এনডিটিভি