বিমানে ল্যাপটপে নিষেধাজ্ঞা দিতে পারে যুক্তরাষ্ট্র!
যুক্তরাষ্ট্র দেশ ও দেশের বাইরে সব ধরনের ফ্লাইটে ল্যাপটপ বহন নিষিদ্ধ করতে পারে। স্থানীয় সময় রোববার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী জন কেলি সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
কেলি জানান, যুক্তরাষ্ট্র বিমান চলাচল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘রাইজ দ্য বার’ (কোনো কিছুর মান উন্নয়ন) প্রকল্প গ্রহণ করেছে। বিমানে বহনকৃত মালামাল প্রদর্শনের বাধ্যবাধকতার বিষয়টি আরো জোরদার করা হবে।
মন্ত্রী বলেন, ‘সন্ত্রাসীরা গোপনে বিমানে অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়ে বিমান ভূপাতিত করার পরিকল্পনা করে। সেটা সত্যিই মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়, কারণ এগুলো (বিমান) আমেরিকার জনগণেই পূর্ণ থাকে।’
কেলি এটাকে ‘বাস্তবসম্মত জটিল হুমকি’ আখ্যা দিয়ে বলেন, ‘আমরা এখন গোয়েন্দা প্রতিবেদনের দিকে নজর রাখছি। বিমান চলাচল নিরাপত্তা নির্ধারণের পরিকল্পনা প্রক্রিয়াধীন আছে। বর্তমান সময়ে বিমান চলাচল নিরাপত্তা বিষয়ে কথা বলা অধিক গুরুত্বপূর্ণ।’
যুক্তরাষ্ট্র গত মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাত, তুরস্কসহ ১০টি বিমানবন্দর থেকে বড় ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনে নিষেধাজ্ঞা আরোপ করে।

এনডিটিভি