আলেমের বিরুদ্ধে নারীকে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/05/30/photo-1496127103.jpg)
ইন্দোনেশিয়ার কট্টরপন্থী এক মুসলিম ধর্মপ্রচারকের বিরুদ্ধে নগ্ন ছবি পাঠানোর অভিযোগ এনেছে দেশটির পুলিশ। এক নারীকে তিনি অশ্লীল খুদে বার্তা ও নগ্ন ছবি পাঠান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে এ তথ্য।
ওই ‘আলেমের’ নাম রিজিক শিহাব। তিনি ইন্দোনেশিয়ার রাজনৈতিক দল ইসলামিক ডিফেন্ডার ফ্রন্টের (এফপিআই) প্রধান। জাকার্তার সাবেক গভর্নর বাসুকি তজাহাজা পুরনামার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছিলেন শিহাব। গত মাসে পুরনামাকে ধর্ম অবমাননার কারণে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
পুলিশের অভিযোগে বলা হয়, নগ্ন ছবি পাঠিয়ে ইন্দোনেশিয়ার পর্নোগ্রাফি নিরোধ আইন ভঙ্গ করেন শিহাব। তিনি নারী সমাজকর্মী ফিরোজা হুসেইনকে নগ্ন ছবি পাঠান। চলতি বছরের প্রথম দিকে ওই নারীর কাছে পাঠানো ছবিগুলোর স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে করা মামলায় ফিরোজার বিরুদ্ধেও অভিযোগ গঠন করেছে পুলিশ।
এদিকে অভিযোগ ওঠার পর বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন শিহাব। তাঁর বিরুদ্ধে আনা এ অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন তিনি। এর আগে সহিংসতা ও আইন ভঙ্গের অপরাধে দুবার কারাদণ্ড ভোগ করেছেন শিহাব।