ট্রাম্পের বিরুদ্ধে দলিল-দস্তাবেজ নিয়ে আসছেন এফবিআইর কোমি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তথ্য-প্রমাণের দলিল-দস্তাবেজ নিয়ে আসছেন দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) গোয়েন্দা সংস্থা এফবিআইর সাবেক প্রধান জেমস কোমি। যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টেলিজেন্স কমিটির কাছে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্তের অংশ হিসেবে প্রতিবেদন দাখিল করবেন তিনি। স্থানীয় সময় আগামী ৮ জুন সকাল ১০টায় ওই প্রতিবেদন দাখিলের সময় ধার্য করা হয়েছে।
গত ৯ মে কোমিকে এফবিআইপ্রধানের দায়িত্ব থেকে বরখাস্ত করেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেয়াদ শেষ হওয়ার ছয় মাস আগেই তাঁকে বিদায় নিতে হয়। নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ অনুসন্ধান বন্ধ করতেই তাঁকে বরখাস্ত করা হয়েছে; তদন্ত প্রতিবেদনে এর পক্ষে যুক্তি তুলে ধরতে পারেন কোমি।
এদিকে, এফবিআইর আনা অভিযোগ অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচারণা দলের কোনো আঁতাত ছিল কি না তা-ও খতিয়ে দেখবে সিনেট ইন্টেলিজেন্স কমিটি।
প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বিষয়ে তদন্ত করছিলেন এফবিআইপ্রধান কোমি। নির্বাচনের আগে তাঁকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। মার্কিন প্রশাসন জানায়, সাবেক ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইলের বিষয়ে তদন্তকে কেন্দ্র করে জেমস কোমিকে বরখাস্ত করা হয়।
হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসের সুপারিশের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নেন। তবে জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তারা জানান, কোমির বরখাস্তের বিষয়ে তাঁদের আগে থেকে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি।

বিবিসি