নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারের সামনে মুসলিমদের বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন ও ব্যবসায়িক কার্যালয় ট্রাম্প টাওয়ারের সামনে বিক্ষোভ করেছে মুসলিমরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইফতারের আগে নিউইয়র্কে অবস্থিত ট্রাম্প টাওয়ারের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ১০০ মুসলিম। একই সংখ্যক অমুসলিম মার্কিনও ওই বিক্ষোভে অংশ নেন।
কয়েকটি অভিবাসী সুরক্ষা সংগঠন আয়োজিত ওই বিক্ষোভে অংশ নেওয়া মুসলিমরা ট্রাম্পের ইসলামবিদ্বেষী বক্তব্যের প্রতিবাদ জানান। ইফতারের আগে তাঁরা রাস্তাতেই নামাজ পড়েন। পরে তাঁরা ভাত, চিকেন ফ্রাই ও পিৎজা দিয়ে ইফতার করেন।
নিউইয়র্কের ম্যানহাটনের এই টাওয়ারটিতে থাকেন ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ট্রাম্প দম্পতির ছোট ছেলে ব্যারনও একই ভবনে থাকেন।
টাওয়ারটি সামনে বিক্ষোভে অংশ নেওয়া গাম্বিয়ার বংশোদ্ভূত ২৬ বছর বয়সী মুসলিম আমেরিকান নারী ফাতুমাতা ওয়াগ্গেহ বলেন, মুসলিমদের নিয়ে যে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে, তার প্রতিবাদ করতে ও সংহতি প্রকাশ করতে এসেছেন তিনি।
নিউইয়র্কের একটি ইহুদি অভিবাসী সংস্থার কর্মী ৩১ বছর বয়সী ম্যাগি গ্লাস বলেন, তাঁর আশপাশের মুসলিম ও বন্ধুদের প্রতি সমর্থন জানাতে তিনি বিক্ষোভে যোগ দিয়েছেন।
‘আমি ভাবলাম যে, একটা কমিউনিটি হিসেবে ঐক্যবদ্ধ থাকার একটা সুযোগ’, যোগ করেন ম্যাগি।
বিক্ষোভের আয়োজক লিন্ডা সারসুর এএফপিকে বলেন, সমাবেশে পর্যাপ্তসংখ্যক লোক অংশ নেওয়ায় তিনি খুশি।
মুসলিমদের ওই বিক্ষোভের সময় ট্রাম্প-সমর্থক আরেকটি পক্ষ রাস্তায় ‘যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র’ বলে স্লোগান দেয়। এ সময় তারা ‘শরিয়া আইন চাই না’ বলেও চিৎকার করতে থাকে।

এএফপি