‘এটা আল্লাহর জন্য’ বলেই এলোপাতাড়ি কোপ
‘এটা আল্লাহর জন্য’ বলেই এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে হামলাকারীরা। ওই হামলায় তিন হামলাকারীসহ কমপক্ষে নয়জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার মধ্যরাতে লন্ডন ব্রিজ ও সেতুসংলগ্ন বরো মার্কেটে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে তিনজন সন্দেহভাজন হামলাকারী রয়েছে বলে ধারণা পুলিশের।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, তিনজন হামলাকারী একটি ভ্যানগাড়ি থেকে নেমে লন্ডন ব্রিজসংলগ্ন বরো মার্কেট এলাকায় অবস্থান করা লোকজনের ওপরে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা শুরু করে। এ সময় তাঁরা চিৎকার করে বলছিল, ‘এটা আল্লাহর জন্য।’
এদিকে হামলাকারীদের একজনের শরীরে সুইসাইড ভেস্ট পরা ছিল বলে জানায় কয়েকজন প্রত্যক্ষদর্শীরা। তবে তাদের দেওয়া ওই খবর গুজব বলে লন্ডন পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
স্থানীয়দের বরাত দিয়ে বিবিসি জানায়, মধ্যরাতে সাদা একটি গাড়ি রাস্তা ছেড়ে লন্ডন ব্রিজের ফুটপাতে উঠে পড়ে এবং পথচারীদের চাপা দেয়। হামলার সময় সেতুটিতে ছিলেন বিবিসির সাংবাদিক হলি জোন্স। তিনি জানান, একজন পুরুষ ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে ব্রিজের ফুটপাতে পথচারীদের ওপর উঠে পড়ে।
ব্রিজে পথচারীদের চাপা দেওয়ার পর হামলাকারীরা নিকটবর্তী বরো মার্কেটে যায়। সেখানে গিয়ে মানুষকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে তাঁরা। পরে পুলিশের গুলিতে নিহত হয় তিন হামলাকারী। গুলি করে হত্যা করার আগপর্যন্ত মোটামুটি আট মিনিট ধরে চলে হামলা। বরো মার্কেট এলাকায় বেশ কয়েকটি রেস্তোরাঁ ও বার রয়েছে। রোববার সাপ্তাহিক ছুটির আগের রাত হওয়ায় অনেকেই ওই স্থানে অবস্থান করছিলেন।
এটিকে সন্ত্রাসী হামলা বলে নিশ্চিত করেছে লন্ডন পুলিশ। ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে এই হামলাকে ‘ভীতিকর ঘটনা’ বলে আখ্যায়িত করেছেন।
লন্ডনের মেয়র সাদিক খান ছুটির দিনের আগের রাতে এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি পরিকল্পিত ও কাপুরুষোচিত হামলা।