প্রধানমন্ত্রী হওয়ার পছন্দের তালিকায় এগিয়ে করবিন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/09/photo-1496990611.jpg)
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য পছন্দের তালিকায় এগিয়ে আছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট এ খবর জানিয়েছে।
বেটফেয়ার এক্সচেঞ্জের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, টেরিজা মের চেয়েও লেবার পার্টির এই নেতার দেশকে নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা বেশি।
ল্যাডব্রোকস নামে একটি ওয়েবসাইট বলছে, জেরেমি করবিনই প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে সম্ভাব্য ব্যক্তি।
নির্বাচনে কনজারভেটিভ পার্টি ৩১৩টি, লেবার পার্টি ২৬০, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ৩৫, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১২টি, ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি ১০টি এবং অন্যান্য দল পেয়েছে ১৩টি আসন।
নির্বাচনী ফল ঘোষণার আগে ল্যাডব্রোকস বলেছিল, আসন পাওয়ার দিক থেকে কনজারভেটিভ পার্টি এগিয়ে থাকলেও লেবার পার্টি তাদের খুব কাছাকাছি যাবে।
নির্বাচনে করবিন তাঁর আসনে ৪০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। জয়ের প্রসঙ্গে করবিন বলেন, ‘প্রধানমন্ত্রীই এই নির্বাচন দিয়েছেন, কারণ তিনি জনপ্রিয়তা যাচাই করতে চেয়েছিলেন। কিন্তু কনজারভেটিভ নির্বাচনী আসন হারাল। তিনি ভোট, জনসমর্থন ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন।’
করবিন আরো বলেন, ‘আমি মনে করি, তাঁর পদত্যাগের জন্য এটাই যথেষ্ট। তাঁর উচিত এমন একটি সরকার গঠনের পথ সুগম করে দেওয়া, যা সত্যিকার অর্থেই জনগণের প্রতিনিধিত্ব করবে।’
এবারে ব্রিটিশ সাধারণ নির্বাচনে ভোট পড়েছে ৬৮ শতাংশ। প্রায় চার কোটি ৭০ লাখ মানুষ নিবন্ধিত ভোটার। ওয়েস্টমিনস্টার সংসদ হাউস অব কমন্সে ৬৫০ আসনে এমপি নির্বাচিত হচ্ছে।
যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে মোট ৬৫০টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজন ৩২৬টি আসন।
এদিকে, মেয়াদ শেষ না হতেই আগাম নির্বাচনের ডাক দেওয়ায় টেরিজা মের কনজারভেটিভ পার্টির মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সর্বোচ্চসংখ্যক আসন পেলেও কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না। ফলে একটি ঝুলন্ত পার্লামেন্ট পেল যুক্তরাজ্য।