রাস্তায় হঠাৎ বিশাল গর্ত, তলিয়ে গেল গাড়ি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/13/photo-1497328305.jpg)
চীনের নাঙ্গটন শহরের একটি রাস্তার হঠাৎ বিশাল গর্ত তৈরি হয়। এত পড়ে যায় একটি মিনি ভ্যান ও ফুটপাতের গাছ। ছবি : ইউটিউব থেকে
চীনের নাঙ্গটন শহরের একটি বড় রাস্তা। ওই রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি মিনিভ্যান। হঠাৎ ওই রাস্তায় একটি বিশাল গর্ত তৈরি হয়।
গর্তে তলিয়ে যায় ফুটপাতে থাকা গাছ ও একটি মিনি ভ্যান। গর্তটি রাস্তার নিচে থাকা পানির লাইনকে ক্ষতিগ্রস্ত করে।
স্থানীয় সময় গত শনিবার এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, একটি গাড়ি ওই গর্তে তলিয়ে যাচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ভিডিওটি ইউটিউবে প্রকাশ করা হলে রোববার পর্যন্ত তিন লাখ মানুষ এটি দেখেছে।