ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টপুত্রের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/06/photo-1499332484.jpg)
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর ছোট ছেলে কায়েসাং পাঙ্গারেপের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্ত করে দেখছে দেশটির পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা পুলিশের মুখপাত্র অর্গ জুবন জানান, পাঙ্গারেপের বিরুদ্ধে মে মাসে ইউটিউবে একটি আপত্তিকর ভিডিও আপলোডের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের কথা ভাবছে।
ইউটিউবে আপলোড করা ওই ভিডিওর শিরোনাম হলো ‘আস্ক ড্যাডি ফর অ্যা প্রজেক্ট’। ভিডিওতে বলা হয়, রাজনীতিবিদদের সন্তানরা নানা ব্যবসায়িক সুবিধা পেয়ে থাকে। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে সাম্প্রদায়িক আচরণেরও কঠোর সমালোচনা করা হয়।
সংখ্যালঘু ও রাজনৈতিক বিরোধীদের দমন করতে ব্লাসফেমি (ধর্ম অবমাননা) আইন ব্যবহার করছে ইন্দোনেশিয়া।
চলতি বছরের মে মাসে জাকার্তার সাবেক খ্রিস্টান মেয়রকে ধর্ম অবমাননার দায়ে দুই বছর কারাদণ্ড দেওয়া হয়। এর পর থেকেই তিনি কারাগারে আছেন।