সৎবাবাকে খুন করে ইন্টারনেটে ছবি!
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের কাছে বোউই এলাকায় এক ব্যক্তির বিরুদ্ধে তাঁর সৎবাবাকে খুনের অভিযোগ উঠেছে। খুনের পর তিনি বাবার লাশের ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেছেন বলে দাবি করেছে পুলিশ।
স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সৎবাবার সন্দেহভাজন হত্যাকারী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বাবার বয়স ৬০-এর কোটায়। ওই ব্যক্তির (সৎবাবা) শরীরের ওপরের অংশ পক্ষাঘাতগ্রস্ত ছিল।
তদন্তের স্বার্থে ছেলে ও বাবার নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশের ভাষ্য, স্থানীয় একটি বিপণি বিতানে পুলিশ সদস্যরা বাবার সন্দেহভাজন হত্যাকারীকে দেখতে পান। পুলিশকে দেখামাত্রই তিনি গাড়ি নিয়ে পালাতে যান। সে সময় পুলিশও তাঁকে গাড়ি নিয়ে ধাওয়া করে। এর একপর্যায়ে তাঁকে আটক করে পুলিশ।
পুলিশের একজন মুখপাত্র জানান, প্রায়ই সৎবাবার সঙ্গে কলহ হতো ওই ব্যক্তির। এর জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ছেলেকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া লাশের ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে।

এপি