রাশিয়ান আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন ট্রাম্পের ছেলে
নির্বাচনী প্রচারের সময় ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের বিষয়ে তথ্য পেতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে রাশিয়ার এক আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন।
বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ ওঠে।
ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, তিনি রাশিয়ার আইনজীবী নাতালিয়া ভেসেনেস্কায়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে হিলারি ক্লিনটন সম্পর্কে কার্যকর কোনো তথ্য তাঁদের মধ্যে ভাগাভাগি হয়নি।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার ওই আইনজীবীর সঙ্গে ট্রাম্পের ছেলের শ্বশুর জারিদ কুশনার এবং তারপর ট্রাম্পের নির্বাচনী প্রচার অভিযানের প্রধান পল জেও সাক্ষাৎ করেছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হওয়ার দুই সপ্তাহ পর ২০১৬ সালের ৯ জুন নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে রাশিয়ার আইনজীবী ভেসেনেস্কায়ার সঙ্গে তাঁরা সাক্ষাৎ করেন।
ট্রাম্প জুনিয়র ও আইনজীবী ভেসেনেস্কায়া উভয়েই দাবি করেছেন, বৈঠকে প্রেসিডেন্ট নির্বাচনের ক্যাম্পেইনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।
গতকাল রোববার এক বিবৃতিতে ট্রাম্প জুনিয়র বলেছেন, ‘আমাকে বলা হয়েছিল, এ তথ্য নির্বাচনী প্রচারের কাজে আসবে। আমি বৈঠকে জারিদ ও পলকে অংশ নিতে বলেছিলাম। কিন্তু তখন তাঁদের এ বিষয়ে কিছুই বলা হয়নি।’
২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগ ওঠে। এর পর বিষয়টি নিয়ে শুরু হয় বিশ্বব্যাপী আলোচনা-সমালোচনা। নির্বাচন অনুষ্ঠানের পর পরই এমন অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে তদন্তে নামে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

অনলাইন ডেস্ক