থাইল্যান্ডে বাঁশ- মাটির স্কুল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/08/30/photo-1504035693.jpg)
মাটি ও বাঁশ দিয়ে পরিবেশবান্ধব স্কুল তৈরি করেছে এশিয়ার দেশ থাইল্যান্ড। দেশটির দক্ষিণে ছিয়াং মাই প্রদেশে অবস্থিত পান্যাইয়াদেন ইন্টারন্যাশনাল স্কুল পরিবেশবান্ধব দেশ হিসেবে বিখ্যাত। গৌতম বুদ্ধের আদর্শ শেখানো হয় সেই স্কুলে।
দূর থেকে দেখলে বোঝাই যাবে না এটি কোনো স্কুল। স্কুলটির মূল কাঠামো বানানো হয়েছে বাঁশ দিয়ে। স্কুল ক্যাম্পাসের ভেতর রয়েছে কয়েকটি বাঁশের কাঠামো। শিক্ষার্থীদের বিনোদনের জন্য বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বিশাল একটি খেলাঘর। এর আয়তন দুই হাজার ৫০০ স্কয়ার ফুট।
স্কুলজুড়েই রয়েছে প্রাকৃতিক আলোর বাতাসের সুবিধা। শিক্ষার্থীদের পরিবেশ রক্ষার সচেতনতা ও পরিবেশের প্রতি ভালোবাসা তৈরিও স্কুলটির পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। মেধা বিকাশের জন্য বিভিন্ন ধরনের খেলা, আনন্দময় পরিবেশে শিক্ষাদান করা হয় শিক্ষার্থীদেরকে।
বিশেষ এই স্কুলটি ২০১০ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি থাইল্যান্ডের শিক্ষা মন্ত্রণালয়ের তালিকাভুক্তও বটে। দুই ভাষায় শিক্ষাদান এবং প্রি-স্কুল ও প্রাইমারি এই দুই ভাগে পড়ানো হয় শিক্ষার্থীদের।