টেক্সাসের বিপর্যয় কাটিয়ে উঠতে কয়েক বছর লাগবে
ঘূর্ণিঝড় হার্ভির তাণ্ডব এবং এর পরবর্তী সময়ে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য ও লুসিয়ানার কিছু অংশ। এখনো পর্যন্ত দুটি অঙ্গরাজ্যে কমপক্ষে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই বিপর্যয় কাটিয়ে উঠতে কয়েক বছর সময় লাগবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সেক্রেটারি এলাইনি ডিউক সরকারের বিভিন্ন সংস্থাকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে অনুরোধ করেন। তিনি বলেন, টেক্সাসের বন্যার ক্ষতি পূরণ করতে কয়েক বছর সময় লাগবে। তাদের যত দিন সাহায্য প্রয়োজন হবে, তত দিন সরকার পাশে থাকবে।
বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত টেক্সাসের হিউস্টন শহরে চলাচল অসম্ভব হয়ে পড়েছে। গড়ে তোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। পানিতে রানওয়ে তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে হিউস্টনের দুটি বিমানবন্দর। হারিকেনের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন শহরটির বাসিন্দারা। এ সপ্তাহে হিউস্টনে ৫০ ইঞ্চির বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। সাধারণত এক বছরে এই পরিমাণ বৃষ্টি হয়ে থাকে।
বৃহস্পতিবার পর্যন্ত টেক্সাস ও দক্ষিণ লুইজিয়ানায় আরো ১০ থেকে ২০ ইঞ্চি বৃষ্টি হতে পারে বলে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর (এনডব্লিউএস)। এবারের বন্যায় টেক্সাসের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা।
২০০৫ সালে নিউ অরলিন্সে আঘাত হানে হারিকেন ক্যাটরিনা। সে সময় নিহত হয় কমপক্ষে এক হাজার ৮০০ জন। টেক্সাসে এবারের বন্যা ক্যাটরিনার সমপরিমাণ বিপর্যয় ডেকে আনবে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের একটি বিমা প্রতিষ্ঠান। বিমাকৃত সম্পত্তির ক্ষতির পরিমাণ ২০ বিলিয়ন (২০০০ কোটি) ডলারে গিয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিটের একটি জরিপ।

অনলাইন ডেস্ক