১১ মাস পর প্রকাশ্যে এলেন শান্তিতে নোবেলজয়ী মাচাদো
আত্মগোপনের ১১ মাস পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ও ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে নরওয়ের অসলোতে তার হোটেলের বারান্দা থেকে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে শুভেচ্ছা জানান তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) রাতে এবারের বিজয়ীদের পুরস্কার বিতরণ করে নোবেল কমিটি। তবে দীর্ঘদিন আত্মগোপনে থাকায় ঠিক সময়ে অনুষ্ঠানে যোগ দিতে পারেননি মাচোদা। তার অনুপস্থিতিতে পুরস্কার গ্রহণ করেন মেয়ে আনা কোরিনা সোসা মাচাদো।
পুরস্কার কমিটির প্রধান জর্গেন ওয়াটনে ফ্রাইডনেস সাংবাদিকদের জানান, আজ স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে কোরিনা মাচাদো এক সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন বলে আশা করা হচ্ছে।
৫৮ বছর বয়সী মাচাদোকে সর্বশেষ গত ৯ জানুয়ারি জনসমক্ষে দেখা গিয়েছিল। তখন তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তৃতীয় মেয়াদে শপথ গ্রহণের প্রতিবাদে অংশ নিয়েছিলেন। মাচাদো মূলত মাদুরোর বিরুদ্ধে বিরোধী দলের প্রার্থী ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক