কাতার সংকটের মীমাংসা চান ট্রাম্প
কাতারের সঙ্গে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) কয়েকটি দেশ ও মিত্রদের তিন মাস ধরে চলা সংকট নিরসনে মধ্যস্থতাকারী হতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-সাবাহর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তাঁর ইচ্ছার কথা জানান।
‘ঐক্যবদ্ধ উপসাগরীয় সহযোগিতা সংস্থার মাধ্যমে আমরা সবচেয়ে বেশি সাফল্য পাব’, বলেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, কাতার ও প্রতিবেশীদের মধ্যকার দ্বন্দ্ব মেটাতে কুয়েতের আমিরের মধ্যস্থতা প্রচেষ্টার প্রতি সমর্থন জানাচ্ছেন তিনি। তবে এতে কাজ না হলে তিনি নিজে মধ্যস্থতাকারী হতে চান।
‘আমি মনে করি এটা (কাতার সংকট) খুব সহজেই সমাধান করা যাবে’, বলেন মার্কিন প্রেসিডেন্ট।
‘এই প্রচেষ্টায় কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও মিসর যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র। বর্তমানে তাদের প্রত্যেকের সঙ্গেই আমাদের সুসম্পর্ক রয়েছে, সম্ভবত অন্য যেকোনো সময়ের চেয়ে সবচেয়ে ভালো’, যোগ করেন ট্রাম্প।
সন্ত্রাসে পৃষ্ঠপোষকতার অভিযোগে ৫ জুন কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে জিসিসির তিন দেশ সৌদি আরব, ইউএই ও বাহরাইন। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরব মিত্র মিসরসহ কয়েকটি দেশ।
কাতারের ওপর ওই দেশগুলো স্থল, আকাশ ও সমুদ্রসীমায় অবরোধ দেয়। এর মধ্যেই ২২ জুন দেশগুলো সমস্যা সমাধানে ১৩ দফা দাবি দেয়। কিন্তু কাতার সব দাবিই নাকচ করে দেয়।

আলজাজিরা