১৪ বছরের কিশোরীকে ৪০ পুরুষের ধর্ষণ!

থাইল্যান্ডে এক কিশোরীকে ৪০ জন মিলে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। দেশটির ফুকেট নগরের উত্তরে ফাং না শহরের ছোট্ট দ্বীপের কোহ রিড এলাকায় এই ঘটনা ঘটে।
গতকাল বৃহস্পতিবার ফুকেটের পুলিশ বিভাগের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন।
খবরে বার্তা সংস্থাটি জানায়, ১৪ বছর বয়েসী কিশোরীর মা-বাবা দুজনে চাকরিজীবী। আর সপ্তাহে বেশ কয়েকদিন মা-বাবার রাতে কাজ (নাইট ডিউটি) থাকার কারণে কিশোরী বাড়িতে একাই থাকত। আর গত বছরের মে মাসে কিশোরীর এক প্রতিবেশী তার ওপর যৌন নিপীড়ন চালায়। এরপর মে থেকে ডিসেম্বরের মধ্যে প্রতিবেশীর সহযোগিতায় ওই কিশোরীকে ধর্ষণ করে ৪০ জন পুরুষ।
ফাং না শহরের এক পুলিশ কর্মকর্তার বরাতে সিএনএন জানায়, চলতি বছরের মার্চ মাসে ওই কিশোরীর বাবা প্রথম যৌন নিপীড়নের অভিযোগ আনেন। এরপর পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পায়।
ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, ধর্ষণের শিকার কিশোরীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আর অভিযুক্ত প্রতিবেশীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।