‘মিয়ানমারে নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে’
মিয়ানমারে সাম্প্রতিক সহিংসতায় রাখাইনে সম্ভবত এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে রোহিঙ্গা মুসলমানদের সংখ্যাই বেশি। বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়াংহি লি।
দ্য হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মিয়ানমারের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরেছেন ইয়াংহি লি। তিনি মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি।
ইয়াংহি লি বলেন, ‘নিহতের সম্ভাব্য সংখ্যা এক হাজার পেরিয়ে গেছে। উভয় পক্ষের মানুষই মারা গেছে। তবে নিহতদের মধ্যে রোহিঙ্গারা বেশি।’
চলতি বছর আগস্ট মাসে রোহিঙ্গা বিদ্রোহীরা একাধিক থানায় হামলা করে। এরপর চার শতাধিক মানুষ নিহত হয়। এখন পর্যন্ত দুই লাখ ৭০ হাজার মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
মিয়ানমার বলছে, তারা ‘সন্ত্রাসী’দের বিরুদ্ধে লড়াই করছে। দেশটির গণমাধ্যম দাবি করেছে রোহিঙ্গা ‘বিদ্রোহী’রা গ্রাম পুড়িয়ে দিচ্ছে, সব ধর্মের মানুষকে হত্যা করছে।
মিয়ানমার রোহিঙ্গাদের নিজেদের দেশের নাগরিক বলে মনে করে না। তাদের দাবি রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক; অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করেছে।

অনলাইন ডেস্ক