হাত বাড়ালেই মিলবে চালকবিহীন উড়ন্ত ট্যাক্সি!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/26/photo-1506396257.jpg)
যানজটের মধ্যে ট্যাক্সিতে বসে হাঁসফাঁস করার দিন ফুরিয়ে আসছে। কারণ, কদিন বাদেই ট্যাক্সি রাস্তার পরিবর্তে চলবে আকাশপথে। এমনই এক ধরনের পরিবহন সেবা শুরু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহর।
স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়, সোমবার দুবাইতে বিদ্যুৎ চালিত এই ট্যাক্সি প্রদর্শন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন দুবাইয়ের যুবরাজ শেখ হামাদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মোকতুম। সে সময় এটি পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ানো হয়।
দুই আসনের উড়ন্ত ট্যাক্সিটি নির্মাণ করেছে জার্মানির ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান ভোলোকপ্টার। কোনো চালক ছাড়াই ট্যাক্সিটি চলতে পারবে।
এ বিষয়ে দুবাইয়ের সড়ক পরিবহন বিভাগের কর্মকর্তা মাত্তার আল তায়ের জানান, এই বিশেষ ট্যাক্সিটি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। জরুরি অবস্থার জন্য রাখা হয়েছে প্যারাসুট। মাত্র দুই ঘণ্টার চার্জেই ট্যাক্সিটি চলতে পারবে। এটি পরিবেশবান্ধব।
ট্যাক্সিটি দুবাইকে ভবিষ্যতের পথে নিয়ে যাবে উল্লেখ করে যুবরাজ শেখ হামাদান বলেন, এটি একটি অভিনব সাফল্য, দুবাইয়ের পরিবর্তনের একটি নিদর্শন।