জাপানে আঘাত হেনেছে ‘ল্যান’, নিহত ৩

জাপানের ওপর আছড়ে পড়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় (টাইফুন) ‘ল্যান’। এতে এখন পর্যন্ত তিনজন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার দিবাগত রাত ৩টার দিকে দেশটির সিজুয়োকা শহরে আঘাত হানে ঘূর্ণিঝড়টি।
ঝড়ে বাতাসের সর্বোচ্চ গতি ছিল প্রতি ঘণ্টায় ১৯৮ কিলোমিটার। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনই ফুকুওকা শহরের বাসিন্দা।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সোমবার পুরো জাপানে প্রায় ৩০০টি বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে রোববার ৫০০টি ফ্লাইট বাতিল করা হয়েছিল।
কয়েকটি ট্রেন ও ফেরি চলাচলও বাতিল করা হয়েছে। যাত্রাপথেও আটকে রয়েছে কয়েকটি ট্রেন।
জাপানের আবহাওয়া কর্তৃপক্ষ জানায়, রাজধানী টোকিওতে সোমবার সকালেই আঘাত হানতে পারে ‘ল্যান’। এই সময়টিকেই টোকিওতে ব্যস্ততম হিসেবে ধরা হয়।
এর আগে গতকাল রোববার ল্যানের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠিত হয় জাপানের অন্তর্বর্তীকালীন পার্লামেন্ট নির্বাচন।