ফিলিপাইনে ঝড়ের আঘাতে শতাধিক প্রাণহানি

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ঝড়ের আঘাতে শতাধিক প্রাণহানির খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন ১২ জনেরও বেশি।
শনিবার দেশটির পুলিশ ও দুর্যোগ মোকাবিলা কর্মকর্তারা এই খবর জানিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, দুর্যোগ মোকাবিলা কর্মকর্তারা জানান, শুক্রবার দেশটির দ্বিতীয় বৃহত্তম মেনডেনাও দ্বীপের তিনটি প্রদেশে শক্তিশালী ঝড় আঘাত হাতে। এর কারণে বন্যা ও মাটিধসের ঘটনা ঘটেছে। এসব নদী উপকূল এলাকার লোকজনদের আগে থেকে সতর্ক করা হলেও অনেকেই তা মানেননি।
দুর্যোগ মোকাবিলা কর্মকর্তা ম্যানুয়েল লুইস জানান, বন্যার পানিতে অনেকেই ভেসে গেছেন। সমুদ্রের পানি দ্রুত বেড়ে যাওয়ার ফলে সেখান থেকে লোকজন নিরাপদ আশ্রয় যেতে পারেনি। তাঁরা ভেবেছিলেন, এবার হয়তো খুব দুর্বল কোনো ঝড় হবে। যদিও ঝড়ের তীব্রতার ব্যাপারে তাঁদের আগে থেকেই সতর্ক করা হচ্ছিল।
ঝড়কবলিত অঞ্চলগুলোতে উদ্ধারকাজ করছেন সেনাবাহিনী, উদ্ধারকর্মী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। অনেক স্থানেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেশ কয়েকটি স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।