অস্ট্রেলিয়ায় ডিজিটাল ধর্ষণ!
অস্ট্রেলিয়ার অ্যাডিলেড শহরে ‘ডিজিটাল ধর্ষণের’ দায়ে এক তরুণকে সাজা দেওয়া হয়েছে। আজ সোমবার সেখানকার একটি আদালত স্কট ব্রায়েডেন বেলচের নামের ওই তরুণকে এক বছরের সাজা দেন। ২০১৩ সালের অক্টোবরে এই অপরাধ সংঘটিত হয়েছিল।
সোমবার শুনানির সময় জেলা আদালতের বিচারক স্টেভেন মিলস্টেডের বরাত দিয়ে দেশটির অনলাইন সংবাদপত্র দ্য অ্যাডভেটাইজর জানায়, ওই ঘটনার আগে অভিযোগকারী তরুণী সিটি হোটেলে বন্ধুদের সঙ্গে ব্যাপক মদ্পান করেছিলেন। এরপর ওই হোটেল থেকেই বন্ধু বেলচের ওই তরুণীকে তাঁর বাড়িতে নিয়ে যান।
বিচারক বলেন, বেলচের ওই সময়ে তরুণীকে সাহায্য করেছিল বটে, তবে বাড়ি নেওয়ার পর সে যখন নেশার ঘোরে ঘুমিয়ে পড়ে তখন বেলচের তাঁকে তিনবার ‘ডিজিটাল ধর্ষণ’ করে। বিচারক ডিজিটাল ধর্ষণ বলতে আঙুল দিয়ে যৌনকর্ম করাকে নির্দেশ করেন।
বিচারক মিলস্টেড বেলচেরের উদ্দেশে আদালতে বলেন, ‘তুমি যা করেছ সেটি একটি ভয়ংকর অপরাধ। তুমি এক তরুণীর নেশায় আচ্ছন্ন থাকার সুযোগ নিয়েছ।’
দ্য অ্যাডভেটাইজর অনলাইন আরো জানায়, এই ঘটনার পর ওই তরুণী নিজেকে ‘ধর্ষণের শিকার’ বলে মনে করতে থাকেন এবং মানসিকভাবে ভেঙে পড়েন। ঘটনার পর তিনি বেলচেরের সঙ্গে এই ব্যাপারে কথাও বলেছিলেন। তবে তিনি এই ঘটনাটি বারবার অস্বীকার করাতে এক বন্ধুর পরামর্শে তরুণী আদালতের শরণাপন্ন হন।