পর্যটকবাহী বাস পাহাড় থেকে নিচে, নিহত ২৫
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/02/11/photo-1518316212.jpg)
ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে পর্যটক বহনকারী একটি বাস পাহাড় থেকে নিচে পড়ে গিয়ে ২৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১৬ জন।
গতকাল শনিবার দেশটির পশ্চিম জাভা প্রদেশের সুবাং অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।
স্থানীয় গণমাধ্যম বলছে, পাহাড়ের মোড় ঘোরার সময় একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর বাসটি নিচে পড়ে যায়। ওই বাসে ৪০ জন যাত্রী ছিলেন। তাংকুবান পাহাড়ের একটি ঝর্ণা দেখতে যাচ্ছিল পর্যটক দলটি।
পুলিশ, নিরাপত্তা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা বাসের মধ্যে আটকেপড়া যাত্রীদের বের করছেন।
সুবাং পুলিশের প্রধান বুধি হেনদ্রাতনো জানান, হতাহতদের শনাক্ত করা যায়নি। তবে এ দুর্ঘটনার কারণ জানার জন্য তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে, বাসের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বাসটি পাহাড়ের নিচে পড়ে যাওয়ার আগে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
বাসটির চালককে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাসচালক সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
এ রকম দুর্ঘটনা ইন্দোনেশিয়ায় নিয়মিত ঘটে থাকে। গত জুলাইয়ে একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন। বাসটি বালি থেকে পূর্ব জাভায় যাওয়ার সময় একটি লরিতে ধাক্কা দিলে ওই দুর্ঘটনা ঘটে।