পাকিস্তানে চার শতাধিক যাত্রীসহ ট্রেন জিম্মি

পাকিস্তানের বেলুচিস্তানে আনুমানিক ৪৫০ জন যাত্রীসহ একটি ট্রেন জিম্মি করেছে সশস্ত্রগোষ্ঠী। মঙ্গলবার (১১ মার্চ) দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে কয়েকশ যাত্রী বহনকারী একটি ট্রেনে সশস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহীরা। খবর এএফপির।
জানা গেছে, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত, পাহাড়ি এলাকায় ট্রেনের নিয়ন্ত্রণ নেওয়ার সময় সশস্ত্রগোষ্ঠীরা চালককে আহত করে।
বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার একজন ঊর্ধ্বতন রেলওয়ে সরকারি কর্মকর্তা মুহাম্মদ কাশিফ এএফপিকে বলেন, ‘বন্দুকধারীরা ট্রেনে থাকা ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করে রেখেছে। তাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।’

বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) নিশ্চিত করেছে, কোয়েটা থেকে রাওয়ালপিন্ডিগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। সংগঠনটি দাবি করেছে, তারা এখন ট্রেনটির নিয়ন্ত্রণে রয়েছে।
দেশটির গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, বন্দুকধারীরা ট্রেনে ওঠার আগে রেললাইনে বোমা হামলা চালায়। পরে জঙ্গিরা দ্রুত ট্রেনটির নিয়ন্ত্রণ নিয়ে সব যাত্রীকে জিম্মি করে।
জিম্মিদের উদ্ধারের চেষ্টা করা হলে ‘ভয়াবহ পরিস্থিতি’ হবে বলে সতর্ক করে দিয়েছে বিএলএ।