সহিংসতায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ইয়েমেন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/20/photo-1440044048.jpg)
কয়েক মাসের সংঘর্ষের কারণে ইয়েমেন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বলে জানিয়েছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান ইরথারিন কাজিন।
জাতিসংঘের এই নারী কর্মকর্তা বলেন, জনগোষ্ঠীর খাওয়ার মতো বাজারে পর্যাপ্ত খাদ্যশস্য নেই। চলমান সহিংসতার কারণে ত্রাণ সংস্থাগুলোও এই প্রয়োজন মেটাতে পারছে না। তিনি বলেন, প্রায় এক কোটি ৩০ লাখ মানুষের জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন।
ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে।
ইয়েমেনে তিন দিন পরিদর্শন করে এসে ইরথারিন কাজিন কায়রোতে সংবাদ সম্মেলন করেন। এখানে তিনি বলেন, ইয়েমেনে এখন ‘নিখুঁত ঝড়’ বইছে। কারণ, যাদের সবচেয়ে প্রয়োজন, তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না। আর যেসব ত্রাণ সংস্থা সেখানে কাজ করছে, তারা দাতাদের কাছ থেকে পর্যাপ্ত খাদ্যপণ্য পাচ্ছে না।
এরই মধ্যে জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান স্টিফেন ও’ব্রায়েন ইয়েমেন ঘুরে এসে গতকাল বুধবার নিরাপত্তা পরিষদকে জানান, ইয়েমেনে মানুষের দুর্ভোগ ধারণার বাইরে। তিনি হোদাইদা বন্দরে সৌদি জোটের হামলার সমালোচনা করেন। তিনি বলেন, এটা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন।
গত মঙ্গলবার রাতে হোদাইদা বন্দরে রাখা বিশ্ব খাদ্য কর্মসূচি একটি জাহাজে বিমান হামলা চালানো হয়। এ বিষয়ে ও’ব্রায়েন বলেন, ‘হোদাইদা বন্দরে হামলার পর যে ক্ষতি হয়েছে, তা নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। কারণ এতে সারা দেশে প্রভাব ফেলবে এবং মানবিক সহায়তা নিয়ে সংকট দেখা দেবে।’