ইসরায়েলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2018/04/28/photo-1524905167.jpg)
জাতিসংঘের মানবাধিকার কমিশন প্রধানের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও প্যালেস্টাইনের আন্দোলনকারীদের ওপর গুলি চালাল ইসরায়েলি সেনারা।
গতকাল শুক্রবার ইসরায়েলি সৈন্যদের গুলিতে গাজা সীমান্তে তিন ফিলিস্তিনি আন্দোলনকারী নিহত হয়। আহত হয় আরো ৯৫০ জন।
আহতদের মধ্যে ১৭৮ জন সরাসরি গুলিবিদ্ধ হয়। বাকিদের কেউ কাঁদানে গ্যাসে, কেউ রাবার বুলেটে আহত হয়।
১৯৪৮ সালে ইসরায়েলের দখল করা, নিজেদের বাড়িঘরে ফিরতে এ আন্দোলন চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনি আন্দোলনকারীরা। গত ৩০ মার্চ থেকে এই আন্দোলন চলছে।
আন্দোলনের শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪৫ জনে এসে দাঁড়িয়েছে। আহত হয়েছে ছয় হাজারেরও বেশি আন্দোলনকারী। তবে এ পর্যন্ত কোনো ইসরায়েলি নাগরিক বা সৈন্যের হতাহতের খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে ১৮ জন চিকিৎসাকর্মী ও সাংবাদিক রয়েছেন।
ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিবেদক স্টিফানি ডেকার বলেন, ‘হাজার হাজার আন্দোলনকারীকে ইসরায়েলের সীমান্তের দিকে দৌড়াতে দেখা গেছে।’
ডেকার আরো বলেন, ‘ইসরায়েল এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে যে তারা বাফার জোনে (সংঘাতমুক্ত অঞ্চল) কাউকে রাখতে চায় না। তারা বলছে, যেই আসবে তাকে গুলি করা হবে।’
এদিকে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, ‘ইসরায়েলি সেনারা গাজার দুটি চিকিৎসাকেন্দ্রেও হামলা চালিয়েছে। এর মধ্যে গাজার কেন্দ্রে আল বুরেজি শরণার্থী শিবিরে প্রচুর কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। গ্যাস ছড়িয়ে পড়লে অনেকের খিঁচুনি, বমি ও শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।’