চীনে প্যাকেট-বোমা হামলায় নিহত ৭
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শহর লিউঝুতে ধারাবাহিক প্যাকেট-বোমা হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫১ জন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পুলিশ নিশ্চিত হয়েছে এটি একটি ফৌজদারি অপরাধ। উই (৩৩) নামের এক যুবক এ হামলা চালান বলে সন্দেহ করছে পুলিশ।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, গুয়াংসি অঞ্চলের লিউঝুতে বিস্ফোরণে ধোঁয়া ও বিধ্বস্ত ভবনের ইট ও পাথরের টুকরো দিয়ে রাস্তা ছেয়ে গেছে।
রাষ্ট্রীয় রেডিও তার ব্লগে জানিয়েছে, এই ঘটনায় দুজন নিখোঁজ রয়েছেন। সন্ত্রাসী হামলার কথা প্রত্যাখ্যান করে ব্লগে আরো বলা হয়েছে, হাসপাতাল ও শপিং মল থেকে সরকারি দপ্তর ও কারাগার মোট ১৩টি স্থানে বোমা পাঠানো হয়। এই তদন্ত কাজে সহযোগিতার জন্য জননিরাপত্তা মন্ত্রণালয় একটি বিশেষজ্ঞ দল পাঠিয়েছে। ভিয়েতনাম সীমান্তের কাছে গুয়াংসি প্রদেশে উপজাতিদের বসবাস। অতীতেও এখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খনিতে বিস্ফোরণ ঘটানোর জন্য ব্যবহার করা হয় বলে এখানে বিস্ফোরক দ্রব্য পাওয়া সহজ। ধনী ও দরিদ্রের মধ্যে ব্যবধান বৃদ্ধি এবং দুর্নীতি ও পরিবেশগত সমস্যার কারণে সংখ্যালঘুদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। চীনের পশ্চিমাঞ্চল জিংজিয়ানে সাম্প্রতিক কয়েক বছরে সহিংসতায় কয়েকশ লোক নিহত হয়।