লিবিয়া উপকূলে আবার নৌকাডুবি, ১০০ শরণার্থীর মৃত্যু
লিবিয়া উপকূলে ভূমধ্যসাগরে আবারও নৌকাডুবির খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংগঠন (আইওএম) জানায়, গত রোববার থেকে দুই দফায় নৌকাডুবিতে একশর বেশি শরণার্থীর মৃত্যু হয়েছে। লিবিয়ার রেড ক্রিসেন্টসহ আরো কয়েকটি সূত্র রয়টার্সের কাছে খবরটি নিশ্চিত করে।
আজ মঙ্গলবার সকালে এক বিবৃতিতে আইওএম জানিয়েছে, লিবিয়া উপকূলের কয়েকটি স্থানে অভিবাসনপ্রত্যাশীদের মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে পূর্ব উপকূলে পাওয়া গেছে ৮৮টি লাশ। আরো কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে পড়ে থাকা ২১টি লাশ উদ্ধার করেছে লিবীয় নিরাপত্তাবাহিনী ও রেডক্রিসেন্ট।
আইওএম আরো জানিয়েছে, চলতি বছরে মোট মোট পাঁচ লাখ ৫৭ হাজার ৮৯৯ জন অভিবাসী ও শরণার্থী ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমিয়েছে এবং যাত্রাপথে তিন হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে।