লিবীয়দের ‘ঐক্যবদ্ধ’ হওয়ার আহ্বান জাতিসংঘের
শান্তিচুক্তির মাধ্যমে দ্বিধাবিভক্ত লিবীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদ লিবিয়ায় ঐকমত্যের সরকার গঠনে একটি সমঝোতা চুক্তিকে স্বাগত জানিয়েছে।
এর আগে গত শুক্রবার এ-সংক্রান্ত একটি বিবৃতি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য সর্বসম্মতিক্রমে অনুমোদন করার খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বিবৃতিতে নিরাপত্তা পরিষদ শান্তিচুক্তিকে সমর্থন দিতে দেশটির সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
বিবৃতিতে সমঝোতার আওতায় দেশটিতে সব পক্ষের মধ্যে পুনর্মিলন ঘটাতে মনেপ্রাণে চেষ্টা চালানোর জন্য লিবিয়ার সব মানুষের প্রতি আহ্বান জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এই সমঝোতাটির মধ্যেই লিবীয় জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে।
এ ছাড়া নিরাপত্তা পরিষদ দেশটির রাজনৈতিক পরিবর্তনের সফল বাস্তবায়নকে অবমূল্যায়িত করলে অর্থনৈতিক অবরোধ আরোপের হুমকি দেয়।