জেরুজালেম উপশহর ঘেরাওয়ে ইসরায়েলি পুলিশকে নির্দেশ

ফিলিস্তিনের সঙ্গে চলমান সংঘাত বন্ধে ‘আগ্রাসী পদক্ষেপ’ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর কথারই প্রতিফলন হলো ইসরায়েলের সিকিউরিটি ক্যাবিনেটের (জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রিপরিষদ) নতুন কিছু পদক্ষেপে। এর মধ্যে রয়েছে জেরুজালেম উপশহরে কারফিউ জারি করা কিংবা পুরো উপশহর ঘেরাও করে রাখা।
স্থানীয় সময় বুধবার সকালে সিকিউরিটি ক্যাবিনেটের এক বিবৃতিতে বলা হয়, ‘সন্ত্রাস দমনে সিকিউরিটি ক্যাবিনেট কিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সংঘাত বা সহিংসতার উসকানি পেলে জেরুজালেমের অংশবিশেষ ঘিরে ফেলা কিংবা কারফিউ জারি করা।’
সিকিউরিটি ক্যাবিনেটের অন্য উদ্যোগের মধ্যে রয়েছে, জেরুজালেমের গণপরিবহন নেটওয়ার্কগুলোতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন, পুলিশকে সহায়তা করতে সেনা মোতায়েন এবং ‘সন্ত্রাসীদের বাড়ি ধ্বংস’ করা।
গত মাসে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে গমনরত ফিলিস্তিনিদের ব্যাপক ধরপাকড় শুরু করে ইসরায়েল। এর পর থেকেই ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের সংঘর্ষ শুরু হয়।