এবার দিল্লিতে দুই শিশু গণধর্ষণের শিকার
ধর্ষণ এখন ভারতে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ধর্ষণ ও গণধর্ষণ থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। চার বছরের শিশু ধর্ষণের ঘটনার এক সপ্তাহ পর দিল্লিতে আবারও এ ধরনের ঘটনা ঘটেছে। এবার দুই শিশু গণধর্ষণের শিকার হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
এনডিটিভির খবরে বলা হয়েছে, গতকাল শুক্রবার দিল্লির নাংলুই এলাকায় বাড়ির সামনে থেকে আড়াই বছর বয়সী এক শিশুকে অপহরণ করে দুই মোটরসাইকেল আরোহী। এরপর তাকে ধর্ষণ করে। কাছের একটি পার্কে তাকে অচেতন অবস্থায় প্রতিবেশীরা দেখতে পায়। গুরুতর আহত শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
শিশুটির মা দাবি করেছেন, বাড়ির কাছে যখন সে রামলীলা পরিবেশনা দেখছিল। এমন সময় বিদ্যুৎ চলে যায়। তখনই সে অপহৃত হয়।
শিশুটিকে দেখার পর দিল্লি কমিশন ফর উইমেনের সভাপতি স্বাতী মালিবাল বলেন, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে কামড় ও গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আজ শনিবার সকালে এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘আড়াই বছর ও পাঁচ বছর বয়সী- দুই শিশু গণধর্ষণের ঘটনায় জেগে উঠুন। আড়াই বছর বয়সী শিশুটির রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। তাকে সঞ্জয় গান্ধী হাসপাতালে নেওয়া হচ্ছে।’
একই দিনে পূর্ব দিল্লির আনন্দ বিহার এলাকায় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটি বাড়িতে একা ছিল। প্রতিবেশী এক ব্যক্তি তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর বন্ধুরা মিলে তাকে ধর্ষণ করে।
রক্তাক্ত অবস্থায় কাঁদতে কাঁদতে শিশুটিকে ওই বাড়ি থেকে বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এই তিনজনকেই গ্রেপ্তার করেছে।