বুরকিনা ফাসোর গির্জায় বন্দুকধারীর গুলি, যাজকসহ নিহত ৬
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/05/12/photo-1557681124.jpg)
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় এলাকা ডাবলোর একটি গির্জায় বন্দুকধারীদের হামলায় এক যাজকসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। রোববার সকাল ৯টার দিকে গির্জায় প্রার্থনা শেষে বের হওয়ার সময় উপাসনাকারীদের ঘিরে ধরে গুলি ছুঁড়তে শুরু করে জনা বিশেক অস্ত্রধারী। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।
ডাবলো শহরের মেয়র বোকারি জঙ্গো জানান, হামলাকারীরা গির্জায় আগুন ধরিয়ে দিয়েছে। এ সময় স্থানীয় একটি ওষুধের দোকানসহ কয়েকটি দোকানে লুটপাট চালায় সন্ত্রাসীরা।
এদিকে গত মাসে একটি গির্জায় হামলায়ও ছয়জনের প্রাণহানি ঘটে। এ ছাড়া এপ্রিলের শুরুতে অপর একটি গির্জায় হামলায় আরো চারজনকে হত্যা করা হয়।
দেশটিতে দিন দিন শক্তিশালী হয়ে উঠছে জঙ্গি সংগঠন আল-কায়েদা ও আইএস। পার্শ্ববর্তী দেশ মালিতে এরই মধ্যে বেশ শক্ত ঘাঁটি গড়েছে আল-কায়েদা। মালির সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতে উপর্যুপরি হামলার মুখে গত ডিসেম্বরে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।