বিশ্বের কুৎসিততম কুকুর!

কত বিচিত্র প্রতিযোগিতাই না হয় মার্কিন মুলুকে। এই কিছুদিন আগেই দেশটিতে অনুষ্ঠিত হলো, ‘বিশ্বের কুৎসিততম কুকুর’ প্রতিযোগিতা। এই বছর ছিল এর ২৭তম আসর। আর এবারকার প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে মেরুদণ্ডের জন্মত্রুটির কারণে কুঁজো একটি ‘মাট’ প্রজাতির ১০ বছর বয়সী কুকুর।
ক্যালিফোর্নিয়ার পেটুলামার সনামা ম্যারিন গ্রাউন্ডে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে তিনজন বিচারকের একটি দল প্রতিযোগী কুকুরগুলোর বিভিন্ন বিষয় বিবেচনা করে নম্বর দেন। যেমন, বিশেষ বা অস্বাভাবিক শারীরিক বৈশিষ্ট্য, কুৎসিত ব্যক্তিত্ব ও প্রাকৃতিক ‘কুৎসিততা’।
চলতি বছর ‘কয়াসি মেদো’ নামের ওলন্দাজ শেফার্ডের শংকর জাতের একটি কুকুর অন্য ২৫টি কুকুরকে পেছনে ফেলে এর মালিককে দেড় হাজার ডলারের পুরস্কার এনে দিয়েছে।
প্রতিযোগিতার ওয়েবসাইটের খবর অনুযায়ী, ফ্লোরিডার লোক্সাহাচির একজন পশুচিকিৎসক কয়াসি মেদোর মালিক। কুকুরটিকে পালতে আনার আগে এটি এক পশু আশ্রমে পরিত্যক্ত অবস্থায় ছিল।
প্রতিযোগিতায় ২য় ও ৩য় স্থান অর্জন করেছে ‘সুইপি র্যাম্বো’ আর ‘ফ্রডো’ নামের দুটি ঝুঁটিওয়ালা চীনা ও চিহুয়াহুয়া সংকর প্রজাতির কুকুর।