ইস্তাম্বুলে পুনর্নির্বাচনেও হারল এরদোয়ানের দল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/06/24/photo-1561351916.jpg)
তুরস্কের ইস্তাম্বুলে মেয়র পদে পুনর্নির্বাচনেও পরাজিত হয়েছে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দল। নির্বাচনে ৫৪ শতাংশ ভোটে জয়লাভ করেছেন কামাল আতাতুর্কের দল সিএইচপি প্রার্থী ইকরাম ইমামোগলু।
আজ সোমবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।
এর আগে গত মার্চ মাসে অনুষ্ঠিত মেয়র নির্বাচনেও জয়লাভ করেন ইমামোগলু। কিন্তু সে সময় তিনি মাত্র ১৩ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করায় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে পুনর্নির্বাচনের দাবি তোলে ক্ষমতাসীন এ কে পার্টি। এবারে প্রায় আট লাখ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন ইমামোগলু।
এরই মধ্যে নির্বাচনের ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই পরাজয় মেনে নিয়ে জয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন এ কে পার্টির প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। প্রেসিডেন্ট এরদোয়ানও বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রেসিডেন্ট বলেন, ‘প্রাথমিক ফলাফলে জয়লাভ করা ইকরাম ইমামোগলুকে অভিনন্দন জানাই।’
বিজয় সম্ভাষণে সিএইচপি প্রার্থী এ জয়কে ইস্তাম্বুল ও তুরস্ক উভয়ের জন্যই ‘নতুন সূচনা’ বলে অভিহিত করেন।
ইমামোগলু বলেন, ‘আমরা ইস্তাম্বুলে এক নব অধ্যায়ের সূচনা করছি। নতুন এ অধ্যায়ে থাকবে ইনসাফ, সমতা আর ভালোবাসা।’
বক্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে মিলেমিশে কাজ করার আগ্রহ প্রকাশ করেন ইমামোগলু।
এদিকে ইস্তাম্বুলের মেয়র নির্বাচনে এ কে পার্টির এ পরাজয়কে দলটির জন্য হুঁশিয়ারি হিসেবে দেখা হচ্ছে। এর আগে এক বক্তব্যে এরদোয়ান বলেছিলেন, ‘যে ইস্তাম্বুলে জয় পায়, সেই জয়ী হয় তুরস্কে।’