নিজের জীবন দিয়ে পাঁচজনকে বাঁচার সুযোগ দিল শিশু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/08/21/photo-1566396619.jpg)
তুরস্কের বালাকেসির এরডেক জেলার ১০ বছরের ছোট্ট শিশু সেলিন সেবেসি। গত রোববার ঘুরতে গিয়েছিল একটি বিনোদন কেন্দ্রে। সেখানে দুই ব্যক্তির মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। একটি গুলি গিয়ে লাগে সেলিনের গায়ে। আর সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ফুটফুটে এই শিশুটি।
এমন ঘটনায় শোকের ছায়া পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গোটা তুরস্কেই। তবে শিশুটির মা-বাবার নেওয়া একটি সিদ্ধান্ত অবাক করেছে সবাইকে। তাঁদের আদরের সন্তানের স্মৃতি বাঁচিয়ে রাখতে সেলিনের দেহের বিভিন্ন অংশ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। আর এর ফলে পাঁচটি শিশু পেতে যাচ্ছে নতুন জীবন।
সেবেসির মা-বাবা বিভিন্ন গণমাধ্যমের কাছে বলেন, ‘কোনো কারণ ছাড়াই জীবন দিতে হয়েছে আমাদের সন্তানকে। তার আরো অনেকদিন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ছিল। আমরা আমাদের কন্যার দেহের অঙ্গগুলো দান করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে আরো কয়েকজন নতুন জীবন লাভ করতে পারে। আর আমাদের কন্যাও পৃথিবীতেই থাকে।’
মা-বাবার এমন সিদ্ধান্তের পর সেলিনের হার্ট, লাঙ্গস, কিডনি, লিভার ও কর্নিয়া সার্জারির মাধ্যমে বের করে সংরক্ষণ করে রাখা হয়েছে তুরস্কের বান্দর্মা স্টেট হাসপাতালে।