তুরস্কে ৫ জেনারেলের পদত্যাগ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/08/26/photo-1566792326.jpg)
তুরস্কের সেনাবাহিনীর পাঁচজন জেনারেল পদত্যাগ করেছেন। চলতি মাসের প্রথম দিকে তুরস্কের সামরিক পরিষদের বৈঠকের পর এই জেনারেলরা পদত্যাগ করেন বলে গতকাল রোববার জানিয়েছে বিরোধী দলের পত্রিকা কামহুরিয়েট।
গত ১ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সভাপতিত্বে সর্বোচ্চ সামরিক পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সামরিক কর্মকর্তাদের পদোন্নতি, বরখাস্ত এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বদলির বিষয় নিয়ে আলোচনা হয়। ইরানি গণমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
পদত্যাগকারী পাঁচ সামরিক কর্মকর্তার মধ্যে একজন মেজর জেনারেল ও চারজন ব্রিগেডিয়ার জেনারেল।
অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে কামহুরিয়েট জানিয়েছে, গত ১ আগস্টের ওই বৈঠকে তুর্কি সেনাবাহিনীকে আকারে ছোট করার চেষ্টা বিষয়ে আলোচনার প্রতিক্রিয়ায় এসব সামরিক কর্মকর্তা পদত্যাগ করেছেন। তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
পদত্যাগকারী কর্মকর্তাদের মধ্যে একজন মেজর জেনারেল আহমেদ এরকান কোরবাসি, যিনি সিরিয়ার ইদলিব প্রদেশ মোতায়েন তুর্কি সেনাদের নেতৃত্ব দিয়েছিলেন।
গত সপ্তাহে সুপ্রিম মিলিটারি কাউন্সিলের বৈঠকে গৃহীত সিদ্ধান্তের পর সামরিক বাহিনীর ১২৭ জন জেনারেল ও অ্যাডমিরালের নতুন পদায়নের ঘোষণা দিয়ে ডিক্রি জারি করেন এরদোয়ান।