ফিলিপাইনে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত ৯ (ভিডিওসহ)

ফিলিপাইনে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে পাইলট ও রোগীসহ অন্তত নয় আরোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এদিন আরোহীদের নিয়ে কিং এয়ার-৩৫০ এয়ার অ্যাম্বুলেন্সটি দক্ষিণাঞ্চল থেকে উড্ডয়নের পর পরই আচমকা বিধ্বস্ত হয়। এতে বিমানটির ধ্বংসাবশেষ থেকে মুহূর্তের মধ্যে চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে লোকজনের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দেয়।
গণমাধ্যমে প্রকাশিত সেই দুর্ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, শহরের জরুরি বিভাগের বেশ কিছু গাড়ি দ্রুত ঘটনাস্থলের দিকে ছুটে যাচ্ছে। তা ছাড়া স্থানীয় লোকজনকে তাৎক্ষণিক নিরাপদ দূরত্বে সরে যেতেও নির্দেশ দেওয়া হচ্ছে।
উদ্ধারকারী দল জানায়, এয়ার অ্যাম্বুলেন্সটির চারপাশের আগুন নেভানোর পর তারা বিধ্বস্ত বিমানের ভেতর থেকে মোট নয়টি মরদেহ বের করে আনেন।