কাবুলে তালেবান হামলায় নিহত ১৬, আহত শতাধিক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/03/photo-1567492915.jpg)
আফগানিস্তানের কাবুলে তালেবানের আত্মঘাতী বোমা হামলায় ১৬ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১১৯ জন। নিহত ব্যক্তিরা সবাই বেসামরিক মানুষ বলে জানা গেছে। বার্তা সংস্থা ইউএনবি ও এপি এ খবর জানিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসরাত রাহিমি জানিয়েছেন, হামলাকারীদের লক্ষ্যবস্তু ছিল গ্রিন ভিলেজ নামের একটি কম্পাউন্ড, যেখানে কয়েকটি আন্তর্জাতিক সংস্থা ও অতিথিশালা রয়েছে।
হামলার পর অন্তত ৪০০ বিদেশিকে ওই স্থান থেকে উদ্ধার করা হয় জানিয়ে নাসরাত রাহিমি আরো জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাঁচজন হামলাকারীকে গুলি করে হত্যা করেছে।
মার্কিন রাষ্ট্রদূত আফগান সরকারকে তালেবানের সঙ্গে ‘নীতিগতভাবে’ একটি চুক্তির বিষয়ে—আগামী পাঁচ মাসের মধ্যে পাঁচ হাজার মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগ করবে—অবহিত করার মাত্র কয়েক ঘণ্টা পর এ হামলার ঘটনা ঘটে।