মুরসির ছোট ছেলে আবদুল্লাহ মুরসি মারা গেছেন
উত্তর আফ্রিকার দেশ মিসরের প্রয়াত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ছোট ছেলে আবদুল্লাহ মুরসি মারা গেছেন। স্থানীয় সময় বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে আবদুল্লাহ মুরসির বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
মুরসি পুত্র আবদুল্লাহর পরিবার ও তার আইনজীবীর পাঠানো বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যুর মাত্র দুই মাসের মাথায় হৃদ ক্রিয়া বন্ধ হয়ে আবদুল্লাহ মুরসির মৃত্যু হয়।
এ দিকে সদ্য প্রয়াত আবদুল্লাহ মুরসির বড় ভাই আহমেদ রয়টার্সকে বলেন, ‘আবদুল্লাহ রাজধানীর কায়রোয় বন্ধুর সঙ্গে নিজের গাড়ি চালাচ্ছিলেন। এ সময় আচমকা তিনি খিঁচুনি দিয়ে অসুস্থতা বোধ করেন। মূলত এর পর পরই তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক আবদুল্লাহকে মৃত বলে ঘোষণা করেন।’
অপর দিকে স্থানীয় বেশ কিছু গণমাধ্যম তাদের প্রতিবেদনে মুরসির ছোট ছেলে আবদুল্লাহ কায়রোর একটি হাসপাতালে প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে। যদিও আবদুল্লাহ মুরসি অনেক আগে থেকেই অসুস্থ ছিলেন নাকি হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়েছেন; তা এখনো নিশ্চিত নয়।