বিবাহপূর্ব যৌন সম্পর্ক নিষিদ্ধে বিল, প্রতিবাদমুখর ইন্দোনেশিয়া
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/09/25/photo-1569386213.jpg)
বিয়ের আগে শারীরিক সম্পর্ক নিষিদ্ধ হতে পারে, এমন একটি বিলের খসড়া প্রস্তুত করা হয়েছে ইন্দোনেশিয়ার পার্লামেন্টে। এর প্রতিবাদে পার্লামেন্ট চত্বরসহ দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।
গতকাল মঙ্গলবার জাকার্তায় পার্লামেন্টের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাস ও গরম পানি ছোড়ে পুলিশ।
গতকাল মঙ্গলবার পার্লামেন্টে বিলটি নিয়ে ভোট হওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট জোকো উইদোদো বিলটি নিয়ে ‘আরো পর্যালোচনা প্রয়োজন’ বলে উল্লেখ করে ভোটাভুটির তারিখ পিছিয়ে দিয়েছেন। তবে বিক্ষোভকারীদের ধারণা, কিছুদিন পর ঠিকই এই বিল পাস করা হবে।
বিলটি পাস হলে গর্ভপাত নিষিদ্ধ হতে পারে এবং এ কারণে এক বছরের কারাদণ্ড হতে পারে। আর লিভ টুগেদারের দায়ে ছয় মাসের কারাদণ্ড হতে পারে। এ ছাড়া বিলের গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে, এটি পাস হলে দেশে প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, ধর্ম ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা প্রতীককে হেয় করা বেআইনি হয়ে যাবে, এমনকি পতাকা বা জাতীয় সংগীতকে অবমাননা করার দায়ে কাউকে দোষী সাব্যস্ত করা যাবে।
ধর্ষণ বা নির্যাতনের অভিযোগ না থাকলেও শুধুমাত্র গর্ভপাতের দায়ে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে বিলটিতে।